প্রতিবেশী দেশ নেপালে করোনায় আক্রান্ত জনগনের জন্য উপহার স্বরূপ তিন ট্রাক ঔষধ ও সূরক্ষা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার (৭ জুন) বেলা সাড়ে ১১ টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের ফুলবাড়ি দিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে ওই ট্রাক তিনটি নেপালের উদ্দেশ্যে যাত্রা করে।
সুরক্ষা সামগ্রী হিসেবে কোভিট-১৯ আক্রান্ত জনগনের জন্য বিভিন্ন প্রয়োজনীয় ঔষুধ, হ্যান্ড স্যানিটাইজার, ফ্লোর ক্লিনার ও বিভিন্ন ধরনের সার্জিক্যাল মাস্ক পাঠানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে পররাষ্ট্র মন্ত্রনালয়ের উদ্যোগে এই তিন ট্রাক ওষুধ ও সুরক্ষা সামগ্রী পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম, বাংলাবান্ধা ল্যাল্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র এডি সামছুল হক প্রমুখ।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পরিদর্শক নজরুল ইসলাম জানায় রোববার (৬ জুন) সন্ধ্যায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্ক কোভিড-১৯ জরুরী তহবিল থেকে নেপালে করোনায় জনগনের সাহায্যার্থে তিন ট্রাক জরুরী সুরক্ষা সামগ্রী বাংলাবান্ধা স্থলবন্দর পৌছায়। সোমবার বেলা ১১ টায় ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে নেপালের উদ্দেশ্যে রওয়ানা করে ট্রাক তিনটি।